আইপিএলে (ইন্ডিয়ান প্রিমিয়র লিগ) মোট দলের সংখ্যা ১০টি। আর প্লে-অফের টিকিট দেওয়া হয় মোট চারটি দলকে। সেটার ক্ষেত্রে অঙ্কটা সহজ। গ্রুপ লিগের সব ম্যাচের শেষে যে চারটি দল পয়েন্ট তালিকার শীর্ষে থাকে, তারা প্লে-অফে ওঠে। সাধারণত এরকম কোনও টুর্নামেন্টে প্লে-অফ হয় না। সেমিফাইনাল হয়। চারটি দলের মধ্যে দুটি ম্যাচ হয়। যে দুটি দল জেতে, তারা ফাইনালে চলে যায়। ফলে যে দলটা লিগে প্রথম বা দ্বিতীয় স্থানে শেষ করেছে, তারা বাড়তি কোনও সুবিধা পায় না। আইপিএলে অবশ্য গ্রুপ লিগে প্রথম ও দ্বিতীয় স্থানে শেষ করার পুরস্কার মেলে।
আইপিএলের নিয়ম অনুযায়ী, যে দুটি দল গ্রুপ লিগের পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে শেষ করে, তারা প্রথম কোয়ালিফায়ার খেলে। যে দল জিতে যায়, তারা সরাসরি ফাইনালে পৌঁছে 🥂যায়। প্রথম কোয়ালিফায়ারে যে দল হেরে যায়, সেই দল আরও একটা সুযোগ (দ্বিতীয় কোয়ালিফায়ার) পায়। দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হয় প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল এবং এলিমিনেটরের জয়ী দল। এলিমিনেটর ম্যাচটা হয় পয়েন্ট তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারী দলের মধ্যে। যে দল জেতে, তারা দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলে। আর দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল ൲পৌঁছে যায় ফাইনালে।
আইপিএল পয়েন্ট টেবিল 2025
Pos
Teams
1
gtgujarat titans
2
dcdelhi capitals
3
rcbroyal challengers bengaluru
4
lsglucknow super giants
5
kkrkolkata knight riders
6
pbkspunjab kings
7
mimumbai indians
8
rrrajasthan royals
9
srhsunrisers hyderabad
10
cskchennai super kings
Matches
Won
Lost
Tied
NR
Points
NRR
Series Form
6
4
2
0
0
8
+1.081
LWWWW
5
4
1
0
0
8
+0.899
LWWWW
6
4
2
0
0
8
+0.672
WLWLW
7
4
3
0
0
8
+0.086
LWWWL
6
3
3
0
0
6
+0.803
WLWLW
5
3
2
0
0
6
+0.065
LWLWW
6
2
4
0
0
4
+0.104
WLLWL
6
2
4
0
0
4
-0.838
LLWWL
6
2
4
0
0
4
-1.245
WLLLL
7
2
5
0
0
4
-1.276
WLLLL
Pos: Positi𓆉on, Pld: Play🃏ed, Pts: Points, NRR: Net Run Rate
২০২৪ সালের আইপিএলে যেমন গ্রুপ লিগের শেষে প্রথম হয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। দ্বিতীয় হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। তৃতীয় হয়েছিল রাজস্থান রয়্যালস। চতুর্থ হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছিল কেকেআর এবং সানরাইজার্স। কেকেআর জিতে যাওয়ায় সোজা ফাইনালে পৌঁছে গিয়েছিল। আর সানরাইজার্স দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার সুযোগ পেয়েছিল। অন্যদিকে এলিমিনেটরে আরসিবিকে হারিয়ে দিয়েছিল রাজস্থান। ফলে উঠে গিয়েছিল দ্বিতীয় কোয়ালিফায়ারে। দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স ও রাজস্থান। তাতে জিতেছিল সানরাইজার্স। আর পৌঁছে গিয়েছিল ফাইনালে। ফলে ফাইনালে মুখোমুখি হয়েছিল কেকেআর এবং সানরাইজার্স। তাতে শেষপর্যন্ত বাজিমাত করেছিল কেকেআর।
আর আইপিএলের এটাই সুবিধা। 🔴যদি প্রথম দুইয়ের মধ্যে শেষ করতে পারা যায়, তাহলে বাড়তি ♚একটা সুযোগ মেলে। ব্যাপারটা এরকম হয় না যে লিগ-পর্বে পুরোটা ভালো খেলে একটা বাজে দিনের জন্য ছিটকে যেতে হবে। সেই বিষয়টা যাতে না হয় আর লিগ তালিকায় প্রথম দুইয়ে থাকা দল যাতে প্রাপ্য সুযোগ পায়, সেটা মাথায় রেখে আইপিএলে এরকম প্লে-অফের নিয়ম চালু করা হয়েছে। আর সেটা মেনেই খেলা হয় এখন।
আইপিএলের পয়েন্ট তালিকা 2025 FAQ'S
আইপিএলের ফাইনালে শতরান রয়েছে মাত্র এক বাঙালির। তিনি কে?
ঋদ্ধিমান সাহা। ২০১৪ সালের ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে শতরান করেছিলেন।
বিশ্বের দ্বিতীয় T20 টুর্নামেন্ট হিসেবে আইপিএলে ১০০ সেঞ্চুরি হয়েছিল। প্রথম কোথায় হয়েছিল?
ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে।
আইপিএলের ইতিহাসে পরপর দুটি ইনিংসে শতরানের নজির গড়েন কে?
শিখর ধাওয়ান। ২০২০ সালে সেই নজির গড়েছিলেন ধাওয়ান।
আইপিএলের ইতিহাসে পরপর দুটি ইনিংসে শতরান করেছেন কারা কারা?