চোট পেয়ে আইপিএল ২০২৫ থেকে ছিটকে যাওয়া রুতুরাজ গায়কোয়াড়ের বদলে চেন্নাই সুপার কিংস কাকে দলে নিচ্ছে, সেটা জানা হয়ে গিয়েছিল আগেই। সোমবার আইপিএলের তরফে বিজ্ঞপ্তি জারি করে🃏 জানিয়ে দেౠওয়া হয় যে, রুতুর পরিবর্তে সিএসকে শিবিরে যোগ দিলেন মুম্বইয়ের ১৭ বছর বয়সী টপ অর্ডার ব্যাটার আয়ুষ মাত্রে।
তবে সেই সঙ্গে আরও একটি দলের স্কোয়াডে রদবদলের কথা জানানো হয়🧜 আইপিএলের তরফে। এবার আরও এক আনকোরা ক্রিকেটার মাথা গলিয়ে দিলেন ইন্ডিয়ান প্রিমিয়র লিগের আঙিন🦩ায়। এবার সানরাইজার্স হায়দরাবাদ মরশুমের মাঝপথে দলে নিল রবিচন্দ্রন স্মরণকে। চোটের জন্য আইপিএল ২০২৫ থেকে ছিটকে যাওয়া অজি স্পিনার অ্যাডাম জাম্পার বদলে হায়দরাবাদ দলে নেয় কর্ণাটকের ২১ বছর বয়সী ব্যাটার স্মরণকে।
কে এই রবিচন্দ্রন স্মরণ?
আয়ুষ মাত্রের মতোই সিনিয়র ক্রিকেটে একেবারে নবাগত স্মরণ। ২০২৪ সালেই কর্ণাটকের হয়ে রঞ্জি ট্রফি, বিজয় হাজারে ট্রফি ও সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফিতে আত্মপ্রকাশ করেন রবিচন্দ্রন। তবে আবির্ভাবেই চোখ ধাঁধানো পারফর্ম্🍌যান্স উপহার দেন স্মরণ। তিনি এখনও পর্যন্ত ৭টি ফার্স্ট ক্লাস ম্যাচের ১০টি ইনিংসে ব্যাট করতে নেমে ৬৪.৫০ গড়ে ৫১৬ রান সংগ্রহ করেছেন। সেঞ্চুরি করেছেন ২টি, যার মধ্যে একবার তিনি দ্বিশতরানের গণ্ডি টপকে যান। স্মরণ পঞ্জাবের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে ২০৩ ও হরিয়ানার বিরুদ্ধে রঞ্জি ম্যাচে ১৩৩ রানের অনবদ্য ২টি ইনিংস খেলেন।
আরও পড়ুন:- রোহিতের পরামর্শ শুনতেই চাননি জয়াবর্ধনে, কোচের ইগোই ম𒈔্যাচ হারাতো মুম্বইকে, ক্ষোভ হরভজনের
তবে স্মরণ আসল চমক দেন বিজয় হাজারে ট্রফিতে। পুদুচেরির বিরু🌊দ্ধে লিগের ম্যাচে অপরাজিত ১০১ রান ✤করেন তিনি। হায়দরাবাদের বিরুদ্ধে লিগের ম্যাচে ৮৩ রানের অনবদ্য ইনিংস খেলেন। হরিয়ানার বিরুদ্ধে সেমিফাইনালে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন রবিচন্দ্রন। শেষে বিদর্ভের বিরুদ্ধে বিজয় হাজারের ফাইনালে ১০১ রান করে প্লেয়ার অফ দ্য ম্যাচ হন তিনি। সব মিলিয়ে কর্ণটকের হয়ে ১০টি লিস্ট-এ ম্যাচের ৭টি ইনিংসে ব্যাট করে ৭২.১৬ গড়ে ৪৩৩ রান সংগ্রহ করেন স্মরণ। সেঞ্চুরি করেন ২টি ও হাফ-সেঞ্চুরি করেন ২টি।
স্মরণ বিজয় হাজারে ও রঞ্জি ট্রফি মিলিয়ে কর্ণাটকের হয়ে শেষ ৪টি ম্যাচে একটি হাফ-সেঞ্চুরি (৭৬ বনাম হর🎐িয়ানা), ২টি 🤡সেঞ্চুরি (১০১ বনাম বিদর্ভ ও অপরাজিত ১৩৩ বনাম হরিয়ানা) ও একটি ডাবল সেঞ্চুরি (২০৩ বনাম পঞ্জাব) করেছেন।
কত টাকায় আইপিএলে যোগ দিলেন আয়ুষ ও স্মরণ?
এখনও পর্যন্ত জাতীয় স্তরে ৬টি টি-২০ ম্যাচে ব্যাট করতে নেমে ৩৪.০০ গড়ে ১৭০ রান সংগ্রহ করেছে🍎ন স্মরণ। হাফ-সেঞ্চুরি করেছেন ১টি। যদিও মহারাজা টি-২০ ট্রফিতে গুলবার্গা মিষ্টিকস ও শিবমগ্গা স্ট্রাইকার্সের হয়ে নজর কেড়েছেন স্মরণ। বাঁ-হাতি এই ব্যাটারকে ৩০ লক্ষ টাকার বেস প্রাইসে দলে নেয় সানরাইজার্স। অন্যদিকে আয়ুষ মাত্রেকেও ৩০ লক্ষ টাকার বেস প্রাইসে দলে নেয় চেন্নাই সুপার কিংস।