এক বছর বেতন ছাড়াই টানা আট থেকে ১০ ঘণ্টা কাজ করতে হবে ইন্টার্নকে। এম🎀নই ঘোষণার করে প্রবল সমালোচনার মুখে পড়েছেন উত্তর ম্যাসিডোনিജয়া ভিত্তিক টেক সংস্থা ব্রেইনস্টারের সিইও। সম্প্রতি লিঙ্কডইনে ব্রেইনস্টারের প্রতিষ্ঠাতা পেটার নিনোভস্কির একটি পোস্ট ভাইরাল হয়েছে। সেখানে তিনি ইন্টার্নশিপের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন। যা প্রকাশ্যে আসতেই তীব্র সরব হয়েছেন নেটিজেনরা।
আরও পড়ুন - Bangladesh Election: গুতেরেসকেও ‘সংস্কারের গপ্প’ শোনালেন ꧅ইউনুস, আর🦂ও পিছিয়ে দিলেন ভোটের সম্ভাব্য দিনক্ষণ!
লিঙ্কডইনে পেটার নিনোভস্কি জানান, স্নাতকরা এক বছর তাঁর সংস্থায় ইন্টার্নশিপ করতে পারবেন। বিনা বেতনে সপ্তাহে পাঁচদিন আট থেকে ১০ ঘণ্টা কাজ করতে হবে ইন্টার্নদের। একইসঙ্গে তিনি স্বীকার করে নিয়েছেন যে তার এই প্রস্তাব উদ্ভট শোনাচ্ছে। তবে এই কাজকে সুবর্ণ সুযౠোগ হিসাবে তুলে ধরেছেন তিনি। এই প্রসঙ্গে নিনোভস্কি অতীতের সাফল্যের কথা উল্লেখ করেছেন এবং পরামর্শ দিয়েছেন এই কাজ কেরিয়ারের সাফল্যের দিকে নিয়ে যাবে।
ব্রেইনস্টারের প্রতিষ্ঠাতা বলেন, 'আমি একটা ছোট গল্প বলি। পাঁচ বছর আগে উইলিয়াম ডোডেভস্কি নামে ১৭ বছর বয়সি এক যুবকও একইভাবে ইন্টার্নশিপ করেছিল। আজ সে আমাদের সংস্থার একজন গুরুত্বপূর্ণ কর্মী। তার আর আমার প্রয়োজন নেই, সে নিজের পথ নিজেই তৈরি করে নিয়েছে।' একই সঙ্গে নিনোভস্কি আবেদনকারী🅰দের আশ্বস্ত করে বলেন, তাদের 'অর্থহীন কাজ' দেওয়া হবে না। বরং তারা ঐতিহাসিক কাজের অংশ হবে।
ব্রেইনস্টারের সিইও এমন ঘোষণায় ঝড় ওঠে সোশ্য়াল মিডিয়ায়। এই পোস্টের প্রতিক্রিয়ায় একজন ইউজার বলেন, 'তাহলে আপনি পরামর্শদাতার আড়ালে বিনামূল্যে শ্রম চান🌄? এটা শোষণ, সুযোগ নয়।' অপর একজন নেটিজেন লিখেছেন, 'এটি এমন এক জিনিস যা চাকরির বাজারকে ধ্বংস করে দিচ্ছে। কাজের জন্য বেতন পাওয়া মানুষের অধিকার।' আরও এক ইউজার কটাক্ষ করে বলেছেন,'হ্যাঁ, প্রতিদিন ১০ ঘণ্টা বিনামূল্যে কাজ 💙করুন এবং হয়তো আপনি একদিন সফল হবেন। সিইওর কাছে স্বপ্নের মতো শোনাচ্ছে।'