ছোট পর্দা হোক কিংবা সিরিজ অথবা বড় পর্দা, সর্বত্রই তাঁর অবাধ যাতায়াত।🎃 আর সর্বত্রই নিজের ছাপ রেখেছেন তিনি। তাঁর অভিনয়ের গুণমুগ্ধ প্রচুর। আর সেই অনিন্দ্য চট্টোপাধ্যায়কেই কিনা হেনস্থা করা হল! ঠিক কী ঘটেছে? কার বিরুদ্ধে অভিযোগ আনলেন অনিন্দ্য?
আরও পড়ুন: কৌশিককে 'কষ্ট' দিয়েছেন পরমব্রত! সমাজ মাধ🤪্যমে 'মৃত্যুঞ্জয় কর'-এর নামে কী অভিযোগ আনলেন পরিচালক?
আরও পড়ুন: ঘন জঙ্গলে রঘু ডাকাতের টিমে ভিড🅺়লেন রজতাভ দত্ত-ও! কোন চরি🐷ত্রে ধরা দেবেন দেবের সঙ্গে?
কী জানিয়েছেন অনিন্দ্য?
এদিন সমাজ মাধ্যমে অনিন্দ্য চট্টোপাধ্যায় একটি পোস্ট করেন, সেখানেই তিনি জানিয়েছেন যে তাঁকে নাকি সৃজিত মুখোপাধ্যায় হেনস্থা করিয়েছেন। তাঁর আন্ডারওয়্যার খুলিয়ে নিয়েছেন। ভাবছেন সত্যিই? তাহলে উত্তর হবে, হ্যাঁ, কিন্তু আংশিক! যেটা ঘটেছে সেটা সিনেমায🐭়, আর সেই ঘটনাকে নিয়েই এদিন মশকরা করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়।
কিলবিল সোসাইটির পূর্ণা আইচের টক্সিক𓃲 প্রেমিক এদিন লেখেন, 'যে লোকটা আমাকে ১০ বছর আগে ♐বোবা টানেল দিয়েছিল, ঠিক ১০ বছর পরে আমার আন্ডারওয়্যারটাও খুলিয়ে নিল। রিলেশনশিপ টক্সিক হয়ে গেলে এসব হয়।'
আসলে কিলবিল সোসাইটিতে দেখা গিয়েছে পূর্ণা এবং তাঁর যে ব্যক্তিগত ভিডিয়ো ভাইরাল করে দিয়েছিলেন তিনি সেটার শাস্তি হিসেবেই পেট কাটা ষ অনিন্দ্যর চরিত্রের আন্ডারওয়্যার খুলিয়ে বন্দুকের ডগায় রেখেছিলেন। সেই প্রসঙ্গের সঙ্গে চতুষ্কোণ ছবি থেকে বোবা টানেল গানটির প্রসঙ্গ টেনে এনেছেন অনিন্দ্য এই ল𓂃েখায়। বলাই বাহুল্য সকলেই দারুণ মজা পেয়েছেন তাঁর এই কথায়।
কে কী লিখেছেন?
অভিনেত্রী পরমা বন্দ্যোপাধ্যায় লেখেন, 'দুর্দান্ত অভিনয়। সবেই দেখলাম। চরিত্রটাকে সুন্দর করে তুলে ধরেছ।' অভিনেত্রী শ্রুতি দাস লেখেন, 'আজকেই দেখলাম। খুবই বিরক্তিকর লেগেছে তোমায়। খুব ভালো।' এক ব্যক্তি লেখেন, 'তুই এরকম টক্সিক ছেলে জানতাম না।' আরেকজনের কথায়, 'অ্যালফা মেল ইগো, রাগ, প্রতিশোধ সমস্তটুকু চরিত্রে ফুটিয়ে 𓆏তুলেছেন। ভীষণ নিপুণ চরিত্রায়ন।'
আরও পড়ুন: কাঞ্চন বর নয়,🌼 শ্রীময়ীর 'বড় ছেলে'! বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই একি দাবি করলেন অভিন𝓀েত্রী?
কিলবিল সোসাইটি প্রসঙ্গে
কিলবিল সোসাইটি ছবিটিতে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়কে। এছাড়া থাকবেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, সন্দীপ্তা সেন, বিশ্বনাথ বসু প্রমুখ। এই ছবিতে﷽ আনন্দ কর ওরফে পরমব্রতকে দেখা যাবে মৃত্যুঞ্জয়ের চরিত্রের। গত ১১♏ এপ্রিল মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিটি। সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছেন অনুপম রায় এবং রণজয় ভট্টাচার্য।