By Abhisake Koley
Published 6 Apr, 2025
Hindustan Times
Bangla
RR-এর জার্সিতে উইকেটের হাফ-সেঞ্চুরি, ওয়ার্নদের সঙ্গে এলিট লিস্টে আর্চার
রাজস্থান রয়্যালসের হয়ে অন্তত ৫০টি উইকেট নেওয়া বোলারদের তালিকায় চোখ রাখুন।
১. সব টুর্নামেন্ট মিলিয়ে রাজস্থানের হয়ে ৭৬টি ইনিংসে বল করে সব থেকে বেশি ৬৭টি উইকেট নিয়েছেন শেন ওয়াটসন।
২. রাজস্থান রয়্যালসের জার্সিতে ৪৬টি ইনিংসে বল করে ৬৬টি উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চাহাল।
৩. রাজস্থানের হয়ে ৭৫টি ইনিংসে বল করে সাকুল্যে ৬৫টি উইকেট নিয়েছেন সিদ্ধার্থ ত্রিবেদী।
৪. কিংবদন্তি শেন ওয়ার্ন রাজস্থানের হয়ে ৫৫টি ইনিংসে বল করে সাকুল্যে ৫৮টি উইকেট নিয়েছেন।
৫. জেমস ফকনার রয়্যালসের জার্সিতে ৪৮টি ইনিংসে বল করে সাকুল্যে ৫৩টি উইকেট নিয়েছেন।
৬. জোফ্রা আর্চার রাজস্থান রয়্যালসের হয়ে ৩৯টি ইনিংসে বল করে মোট ৫০টি উইকেট নেন।
শনিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৩টি উইকেট নেওয়ার সুবাদে শেন ওয়ার্নদের সঙ্গে রাজস্থানের এলিট লিস্টে জায়গা করে নেন আর্চার।
সুতরাং, রাজস্থান রয়্যালসের ষষ্ঠ বোলার হিসেবে ৫০টি উইকেটের মাইলস্টোন ছুঁলেন আর্চার।
ফকনার রাজস্থানের হয়ে শুধুমাত্র আইপিএলে ৫০টি উইকেট নেননি। সুতরাং, আইপিএলে ৫০টি উইকেট নেওয়া রাজস্থানের পঞ্চম বোলারে পরিণত হন আর্চার।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন
caco88